কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের অশান্ত উপত্যকা। বুধবার জম্মুর আখনুর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনার মধ্যে সেনাবাহিনীর গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা। এসময় আহত হয়েছেন এক ভারতের সীমান্তরক্ষী বিএসএফ’র এক সেনা।
ভারতীয় সেনার তরফে জানা গিয়েছে, রাত ২.৩৫ নাগাদ জম্মুর আখনুর এলাকায় হঠাৎ ব্যাপক গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানের সেনা। পাকিস্তানের হামলার জবাবও দেয়া হয়। দুই তরফের গুলির লড়াইয়ের মাঝে আহত হন এক বিএসএফ জওয়ান। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ভারতের জবাবি হামলায় সীমান্তের ওপারের ক্ষয়ক্ষতির রিপোর্ট এখনও প্রকাশ্যে আনেনি পাকিস্তান। তবে প্রায় এক বছর পর পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় সীমান্তে নতুন করে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করে দুই দেশের শীর্ষ সেনাকর্তারা। সেই চুক্তির প্রায় ৩ বছর পর প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছিল ২০২৩ সালে রামগড় সেক্টরে। সেবারও পাকিস্তান রেঞ্জার্সের গুলিতে জখম হয়েছিলেন এক বিএসএফ জওয়ান। তার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আবার শুরু হল গোলাগুলি। এদিকে নির্বাচনের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরে হিংসার ঘটনা বাড়তে থাকায় সতর্ক হয়ে উঠেছে নিরাপত্তাবাহিনী।