google-site-3jGc0RjP8ipj_Pb7vOKv0Z76bO99sKrqMH5uz0xNIiAverification=3jGc0RjP8ipj_Pb7vOKv0Z76bO99sKrqMH5uz0xNIiA ইসরাইল কে ধ্বংস করবে কমলা হ্যারিস, 3jGc0RjP8ipj_Pb7vOKv0Z76bO99sKrqMH5uz0xNIiA

ইসরাইল কে ধ্বংস করবে কমলা হ্যারিস,






কামালা প্রেসিডেন্ট হলে দুই বছরের মধ্যে ইসরাইল ধ্বংস হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কামালা হ্যারিস দেশটির প্রেসিডেন্ট হলে দুয়েক বছরের মধ্যেই ইসরাইল ধ্বংস হয়ে যাবে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হবেন ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস। ছবি: সংগৃতীত

মঙ্গলবার প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হবেন ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস। ছবি: সংগৃতীত

আন্তর্জাতিক ডেস্ক


১ মিনিটে পড়ুন

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী কামালা হারিস। নির্বাচনের সময় যতো ঘনিয়ে আসছে পরস্পরের প্রতি আক্রমণাত্মক বক্তব্যও বাড়ছে।



শনিবার (৭ সেপ্টেম্বর) উইসকন্সিনে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘‘যদি আমি এই নির্বাচনে জয়ী না হই, কমরেড কমলা হ্যারিসের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। ইসরাইল ধ্বংস হয়ে যাবে।’’


‘‘(কামালা নির্বাচিত হলে) ইসরাইল চলে যাবে। এক বছর, দুই বছর- ইসরাইল আর থাকবে না।’’

 

আরও পড়ুন: হাসিতে মুগ্ধ হয়ে কামালাকে সমর্থন পুতিনের


রিপাবলিকান মনোনীত প্রার্থী দাবি করেন, ‘‘একমাত্র’’ তিনিই মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলার অবসান ঘটাতে পারেন এবং তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারেন।’’


তিনি বলেন, ‘‘আমি ভালোভাবে জিতব, অথবা আপনারা এমন সমস্যায় পড়বেন যা আমরা কখনোই দেখিনি।’’


ট্রাম্প এবং হ্যারিস তাদের প্রথম রাষ্ট্রপতি বিতর্কের জন্য প্রস্তুতি নিচ্ছেন; যা মঙ্গলবার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এবিসি নিউজের ডেভিড মুইর এবং লিনসে ডেভিস এই বিতর্ক পরিচালনা করবেন।

আরও সময় সংবাদ

ঘুষ দেয়া মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ নির্বাচন পর্যন্ত স্থগিত

Post a Comment

Previous Post Next Post